
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ইউনুছ শরীফের বিরুদ্ধে লক্ষাধিক টাকা মূল্যের টাইলস আত্মসাতের অভিযোগ উঠেছে। শারদীয় দুর্গাপূজার ছুটির সুযোগে তিনি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার সহযোগিতায় টাইলসগুলো সরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। ঘটনা ঘটে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর)।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ চলাকালে বিভিন্ন কোম্পানির পাঠানো ৫২০টি স্যাম্পল টাইলস প্রকৌশল দপ্তরের সামনে রাখা ছিল। উপাচার্য বা প্রশাসনকে কিছু না জানিয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে টাইলস সরিয়ে নিতে ‘অনুমতি’ দেন ওই প্রকৌশলী। শুক্রবার দুপুর আড়াইটায় টাইলসগুলো সরিয়ে ফেলা হয়, যা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। অভিযোগ ওঠার পরও এখনো টাইলস কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন,
‘উপাচার্য মহোদয় কিংবা প্রশাসনের অজ্ঞাতসারে টাইলস নেওয়া হয়েছিল। উপাচার্য মহোদয় আমাকে বিষয়টি উদ্ধারের নির্দেশ দেন। আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করি, তবে তাদের দেওয়া তথ্যের সঙ্গে টাইলসের সংখ্যা ও গন্তব্যে গরমিল পাই। এখন পর্যন্ত টাইলস ফেরত দেওয়া হয়নি।’