
আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুনভাবে সাজানো পাঠ্যবই হাতে পাবে, যেখানে বিশেষ গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) এ তথ্য প্রকাশ করেন।
পোস্টে জানানো হয়, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সত্যতা তুলে ধরতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষার্থীরা শুধু গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহই নয়, বরং স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণ, পটভূমি ও জনগণের সংগ্রামের বাস্তব চিত্রও জানতে পারবে। এতে আগামী প্রজন্ম গণতন্ত্রের গুরুত্ব এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হবে।
এছাড়া, সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচন—নবম থেকে দ্বাদশ পর্যন্ত—এর তথ্যও পাঠ্যবইয়ে যুক্ত করা হবে বলে জানানো হয়। শিক্ষানীতি প্রণেতাদের মতে, এসব পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের সঠিক ধারণা পাবে এবং ইতিহাস বিকৃতির সুযোগ থাকবে না। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন পাঠ্যবই প্রজন্মকে একটি মুক্ত, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রস্তুত করবে।