ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন, খুলনা বিএল কলেজে পরীক্ষা বাতিল

খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে প্রশ্ন করায় সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ প্রশ্ন দেওয়া হয়।

কলেজ সূত্রে জানা গেছে, প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে নিয়ে সৃজনশীল ধাঁচে একটি প্রশ্ন রাখা হয়, যার ৯ নম্বর প্রশ্নে বলা হয়—“জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন…” —এই প্রশ্নের ওপর ভিত্তি করে আরও চারটি উপ-প্রশ্ন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নে কয়েকটি ক্রমিক ভুলসহ বিভ্রান্তিকর উপস্থাপনা ছিল। প্রশ্নপত্র ৫ নম্বর থেকে শুরু হয়ে পরে ৬, তারপর ১, ২, ৩ নম্বর ক্রমে চলে যায়। বিষয়টি এক ঘণ্টারও বেশি সময় পর কর্তৃপক্ষের নজরে আসে। সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে পরীক্ষা প্রথমে স্থগিত, পরে বাতিল করা হয়।

ঘটনার পরপরই প্রশ্ন প্রস্তুতকারী সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কলেজ প্রশাসন। পাশাপাশি ঘটনা তদন্তে ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *