
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। প্রায় ৩২ বছর পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তবে এরই মধ্যে ভোটের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন। তারা অভিযোগ করেন, ভোটারের আঙুলে দেওয়া অমোচনীয় কালি সহজেই মুছে যাচ্ছে।
সাজ্জাদ হোসেন বলেন, “ভোট দিয়েছি কিন্তু হাতে কোনো অমোচনীয় কালি টিকে নেই। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে, যেন কেউ একাধিকবার ভোট দিতে না পারে।” তিনি আরও বলেন, “কালি মুছে গেলে জাল ভোটের আশঙ্কা তৈরি হয়। আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।”
ইব্রাহিম হোসেন বলেন, “ভোটের পরিবেশ ভালো। তবে ভোট দিয়ে বের হয়ে দেখি কালি মুছে যাচ্ছে। অথচ এটি মুছনীয় হওয়ার কথা নয়। প্রশাসন কতটা দায়িত্ব পালন করেছে, তা জানা নেই। এতে ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।”
চলমান নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী, আর ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন।
কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।