
গাজীপুর, ২ জুন: গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন না করার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (২ জুন) দুপুরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন।
স্ট্যাটাসে ফারুকী জানান, সাম্প্রতিক দিনগুলোতে কলেজটির নাম পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই তাকে ট্যাগ করে প্রতিবাদ জানালেও বিষয়টি সরাসরি তার মন্ত্রণালয়ের আওতাধীন না হওয়ায় তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি। তবে শিক্ষা উপদেষ্টা আবরার ভাইয়ের সঙ্গে আলোচনার পর নিশ্চিত হয়েছেন যে, কলেজের নাম পরিবর্তন না করার নির্দেশনা ইতোমধ্যেই দেওয়া হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং মুক্তিযুদ্ধের নায়কদের প্রতি আমাদের সম্মান গভীর। মুক্তিযুদ্ধ ও জুলাই মুখোমুখি নয়। যারা এগুলোকে বিপরীতমুখী করে তোলার চেষ্টা করছেন, তারা মূলত ইতিহাস আড়াল করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছেন।”
উল্লেখ্য, গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হয়। এই তালিকায় সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নামও অন্তর্ভুক্ত ছিল। কলেজটির নাম পরিবর্তন করে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’ করার ঘোষণা দেওয়া হয়।
নাম পরিবর্তনের খবরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই শহীদ তাজউদ্দীন আহমদের অবদান স্মরণ করে এ ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক ও অসম্মানজনক বলে মন্তব্য করেন।
সরকারের সর্বশেষ সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেছে—তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন হচ্ছে না, যা শহীদ তাজউদ্দীন আহমদের প্রতি জাতির শ্রদ্ধা ও ইতিহাস রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।