
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনো অবস্থাতেই হল ত্যাগ করবেন না।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও আবাসন সংকটে ভুগছেন তারা। এই সংকট নিরসনে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট দ্রুত পাস, বিকল্প আবাসনের ব্যবস্থা, নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন, পৃথক বাজেট ও বাস্তবায়ন পরিকল্পনা এবং সকল কার্যক্রমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়ছে, ছাত্রী হলের সিলিংও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ফজলে রাব্বি হলসহ দুটি আবাসিক হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একইসঙ্গে আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত তারা মানবেন না। বরং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা।