
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রশিবিরের কোনো রাজনৈতিক কার্যক্রম নেই বলে দাবি করেছেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি জানান, হলে শুধুমাত্র সেবামূলক কার্যক্রম পরিচালিত হয় এবং শিক্ষার্থীরা চাইলে আবাসিক হলের বাইরে রাজনীতি করতে পারে। শনিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় ছাত্র রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফরহাদ বলেন, শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে শিবির কখনো হল এলাকায় রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেনি। বরং বেশিরভাগ কার্যক্রম টিএসসি, মধুর ক্যান্টিন ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মূলস্থানে অনুষ্ঠিত হয়েছে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি কাউকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়, তবে তাকে টিএসসি থেকে তা নিতে বলা হয় না, বরং শিক্ষার্থী যে হলে থাকে সেখানে পৌঁছে দেওয়া হয়। এ ধরনের সেবা ও সহযোগিতামূলক কাজের জন্যই হলে যাওয়া হয়, রাজনৈতিক কর্মসূচির জন্য নয়। বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, পূর্বে অনেক মৌখিক ঘোষণা দেওয়া হলেও তার ওপর আস্থা রাখা কঠিন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে লিখিত নীতিমালা প্রণয়ন করা, যাতে রাজনীতি করতে ইচ্ছুক এবং অনিচ্ছুক উভয় শিক্ষার্থীর অধিকার অক্ষুণ্ণ থাকে।
এস এম ফরহাদ আরও বলেন, সংজ্ঞাবিহীন কোনো ঘোষণার পক্ষ নেওয়া বা বিরোধিতা করা সম্ভব নয়। প্রশাসন স্পষ্ট করে জানায়নি ঠিক কী নিষিদ্ধ, কোন এলাকায় এবং কতটুকু সময়ের জন্য তা কার্যকর হবে। নিষেধাজ্ঞা মানলে বা না মানলে কী পরিণতি হবে, তাও উল্লেখ করা হয়নি। তাই এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা কঠিন বলে জানান তিনি।