ঢাবি শিক্ষার্থী সাম্য হ’ত্যাকাণ্ডে প্রশাসনের ব্যর্থতা: ছাত্রদলের পদত্যাগ দাবি

ঢাকা, ৩১ মে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ—এমন মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (৩১ মে) দুপুরে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এই অভিযোগ তোলে এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে।

সংবাদ সম্মেলনে সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার দাবি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য দেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি বলেন, “সাম্য হত্যাকাণ্ডের রহস্য যত দ্রুত সম্ভব প্রকাশ্যে আনতে হবে। একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত ও দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বে আনতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, তার দায় এড়াতে পারে না বর্তমান প্রশাসন। ক্যাম্পাসে একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে আমরা আমাদের আন্দোলন আরও জোরদার করব।”

ছাত্রদল সভাপতি দাবি করেন, প্রশাসন একটি সুপরিকল্পিতভাবে সাম্য হত্যার বিচার প্রক্রিয়াকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের সঙ্গে জড়িত করে মূল ইস্যুকে আড়াল করার চেষ্টা করছে। তিনি ঢাবির সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারাও এই ন্যায্য দাবিতে ছাত্রদলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

উল্লেখ্য, এসএম শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।

গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন, নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *