
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে থেকে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম আকতার শুভর মোটরসাইকেল চুরি হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ চেক করে চোর শনাক্ত করতে পারলেও এখনো বাইক উদ্ধার করতে পারেনি।
আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৩৭ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে থেকে বাইকটি চুরি হয়। চুরি হওয়া বাইকের নম্বর: ঢাকা মেট্রো- ল-৪২-৬৬৫৫।
ভুক্তভোগী শামীম আকতার দ্য ডেইলি ক্যাম্পাস কে জানান, আজ দুপুরে ছাত্রদল কর্তৃক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সময় কলা ভবনের সামনে বাইকটি রেখে নামাজ পড়তে যাই নামাজ পড়ে এসে দেখি বাইক নেই। তারপর সিসিটিভি ফুটেজ খুঁজতে গিয়ে দেখি সিসিটিভি ক্যামেরা গুলো নষ্ট। পরে শ্যাডোর দিকে একটা সিসিটিভি ফুটেজ চেক করে চোরকে শনাক্ত করতে পেরেছি কিন্তু এখনো তাকে ধরতে পারিনি।