ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষার ফল কবে, জানালেন প্রশাসক

ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। আগামী তিন দিনের মধ্যে ফল অনলাইনে প্রকাশ করা হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস গণমাধ্যমকে জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা ফলাফল অনলাইনে দেখতে পারবে।

ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, “প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এটি একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।” তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত হবে।

প্রসঙ্গত, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *