
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ বলেছেন, বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। আজ শনিবার (২২ নভেম্বর) ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে ফরহাদ বলেন, এভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলতে পারে না। আবাসিক ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে সব আবাসিক ভবনের বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং সেই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।
প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষগুলোকে অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে সেখানকার শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। পাশাপাশি অন্যান্য ভবন ও কক্ষগুলো দ্রুত সংস্কার করতে হবে।