
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঠিকাদারির টাকা’ নিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এ ঘটনা ঘটে। ছাত্ররা তাকে চিনে ফেলে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়। ঘটনাটি ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রাকিব কবি জসীম উদ্দীন হলের ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রলীগের জয়-লেখক কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঠিকাদারির টাকার ভাগ নেওয়ার অভিযোগও আগে থেকে ছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাকিবকে আটক করার পর তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ছাত্ররা বলছেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা যদি ঠিকাদারির নামে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেন, তবে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হবে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।