
ঢাকা, ২৬ মে:
সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলসহ প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। ভবনের ভেতরে প্রবেশের চেষ্টাকালে প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেয়া হয়। পরে তারা বন্ধ গেটের সামনে বসে পড়েন এবং প্রতিবাদ জানাতে থাকেন।
বিক্ষোভ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহস বলেন, “১৩ দিন পেরিয়ে গেলেও সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা যায়নি। বারবার দাবি জানালেও প্রশাসনের নীরবতা দুঃখজনক। যারা হত্যার ঘটনাকে বিতর্কিত করতে বিভ্রান্তিকর ন্যারেটিভ ছড়াচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা তাদের চেয়ার থেকে নামিয়ে দিতে বাধ্য হবো।”
ছাত্রদল জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতাই সাম্য হত্যাকাণ্ডের মূল কারণ বলে তারা অভিযোগ করেন।
সাম্প্রতিক এই হত্যাকাণ্ড ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার দ্রুত অগ্রগতির দাবি ক্রমেই জোরালো হচ্ছে।