
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কালো দিবস আজ শনিবার (২৩ আগস্ট)। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ওপর চালানো অমানবিক ও বেদনাদায়ক ঘটনার স্মরণে প্রতিবছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল থেকে ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালো দিবস উপলক্ষে শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আলোচনায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকরা। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে শোকের আবহ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
২০০৭ সালের ২০ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলার এক পর্যায়ে উপস্থিত ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে খেলার মাঠেই শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যরা নির্মম নির্যাতন চালান। এ ঘটনার প্রতিবাদে ঢাবি অঙ্গন উত্তাল হয়ে ওঠে এবং পরবর্তী কয়েকদিন ধরে ছাত্র-শিক্ষক-কর্মচারীরা আন্দোলনে নামেন। সেই দুঃসহ স্মৃতি মনে রেখেই প্রতিবছর ২৩ আগস্ট কালো দিবস পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার।