
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দেয়ালে দেখা মিলেছে অদ্ভুত ও বিতর্কিত লেখার। সরেজমিনে গিয়ে দেখা যায়, দেয়ালে বড় অক্ষরে লেখা রয়েছে “৩২ খুনির আঁতুড়ঘর”। সংবেদনশীল এ গ্রাফিতিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র মতবিরোধ।
শিক্ষার্থীদের একাংশের দাবি, ডাকসুর দেয়াল কারও ব্যক্তিগত বা রাজনৈতিক মত চাপিয়ে দেওয়ার স্থান নয়। এমন উসকানিমূলক ও রাজনৈতিক মন্তব্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।
অন্যদিকে দুই পক্ষ এ লেখার ব্যাখ্যা নিয়ে মতানৈক্যে জড়িয়েছে। এক পক্ষ বলছে, ডাকসুর নেতাদের ধানমন্ডি ৩২-এ সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ‘খুনি’ আখ্যা দিয়ে এ গ্রাফিতি আঁকা হয়েছে। আরেক পক্ষ দাবি করছে, লেখাটির মাধ্যমে ধানমন্ডি ৩২ কে ‘খুনিদের আঁতুড় ঘর’ হিসেবে বর্ণনা করা হয়েছে।