
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে যেকোনো অবস্থায় চ্যালেঞ্জিং আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য এ মন্তব্য করেন। তিনি বলেন, কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে প্রশাসন দায়িত্ব ছেড়ে দিয়ে দায়ী পক্ষকে সবার সামনে চিহ্নিত করবে।
উপাচার্য আরও জানান, পুরো জাতি এই ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের জন্য কমিশনের নির্দেশনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায় দেখলে প্রতিহত করার ধারা বিশ্ববিদ্যালয়ে সবসময় বজায় ছিল। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি এসময় সেনাবাহিনীসহ সব অংশীজনকে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।