ডাকসু নির্বাচনে সহনশীলতা বজায় না রাখলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটারদের ‘ঢাবি পরিবার’ হিসেবে আখ্যায়িত করে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দ্বন্দ্ব-বিবাদে জড়িয়ে না পড়ে গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “সহনশীলতা বজায় রাখতে না পারলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এবং বর্তমানে প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে।” ভিসি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচনের দিকে বিশ্ববিদ্যালয় আনন্দঘন পরিবেশে এগিয়ে যাচ্ছে এবং জয়-পরাজয়ের চেয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করা বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *