
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যাপক সাড়া পড়েছে মনোনয়ন ফরম সংগ্রহে। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তবে কোন পদে ঠিক কতটি ফরম বিক্রি হয়েছে তা নির্দিষ্টভাবে জানাতে পারেননি প্রধান রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, শুধু সোমবার শেষ দিনে একদিনেই ৪৪২টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে সোমবার বিকেল ৪টায় শেষ হয়েছে মনোনয়ন ফরম বিক্রির নির্ধারিত সময়। আগামীকাল (১৯ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। এরপর যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর একটায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদ নির্বাচনের জন্যও ব্যাপক সাড়া দেখা গেছে। ওই নির্বাচনে মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত।