
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বুধবার (২০ আগস্ট)। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। গত আট দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে অনেকেই একাধিক ফরম সংগ্রহ করলেও এখন পর্যন্ত ১০৬ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ায় অংশ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বামপন্থী ছাত্রসংগঠনগুলো। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এবং বামপন্থী ছাত্রসংগঠন। অন্যদিকে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার অপেক্ষায় আছেন অনেকে। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ভোট শেষে ফলাফল ঘোষণা করবে কর্তৃপক্ষ। দীর্ঘ দুই যুগ পর ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষার্থীরা আশা করছেন, এই নির্বাচন হবে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতিকে নতুন মাত্রা দেবে।