
আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২২ আগস্ট) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে ঝুলানো সব ধরনের বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে অপসারণ করতে হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত তারিখ থেকে প্রার্থীরা আচরণবিধি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। তবে তার আগে যে কোনো ধরনের প্রচারণামূলক সামগ্রী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে এবং শিক্ষার্থীরা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ উপভোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারী সব প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষকে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, নির্বাচন শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধের অনুশীলন। তাই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে।