ডাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি পদে লড়বেন আবিদুল, জিএস হামিম ও এজিএস পদে মায়েদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি বলেন, ছাত্রদল একটি সুশৃঙ্খল, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল ছাত্ররাজনীতির ধারা প্রতিষ্ঠার জন্য ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে।

ঘোষিত প্যানেল অনুযায়ী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনীত হয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এছাড়া এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ। সংগঠনের সভাপতি রাকিব আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন, তাই তার সম্মানার্থে ওই পদে ছাত্রদল আলাদা কোনো প্রার্থী দেয়নি।

ছাত্রদল নেতারা জানান, সংগঠনের বাকি সব পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। রাকিবুল ইসলাম রাকিব আরও ঘোষণা দেন, জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়ে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবে। দলীয় নেতাদের দাবি, এ বছরের ডাকসু নির্বাচন একটি বড় রাজনৈতিক মাইলফলক হয়ে থাকবে এবং ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *