
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিভাগটি। রোববার (১৩ জুলাই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ১০ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অন্য বিভাগের শিক্ষার্থীদের একটি সংঘর্ষ চলাকালে দুই শিক্ষক পরিস্থিতি শান্ত করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে শারীরিক হেনস্তার শিকার হন। এ ঘটনায় বিভাগের একাডেমিক কমিটির ১৮৭তম জরুরি সভায় তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করা হয়েছে।
বিভাগের শিক্ষার্থীরা হামলার ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১১টা থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। পরে সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি উত্থাপন করেন তারা—অছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করা, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা জোরদার করা। এসব দাবিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, এ হামলার মাধ্যমে শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেককে ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে অভিযুক্ত করে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলা ঠেকাতে আসা ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। এছাড়া বাগছাসের তিন শীর্ষ নেতাকেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়। পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষকদের নিরাপত্তা ও ছাত্র রাজনীতির লাগাম টানার দাবি জোরালো হয়েছে।