
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টয় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকাল ৩টা পর্যন্ত। সকালে কঠোর নজরদারির মধ্যে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তায় তারা সন্তোষ প্রকাশ করেন।