জকসু নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সমর্থিত প্যানেল ঘোষণা…

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য শিবির–সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘোষণায় প্যানেলের শীর্ষ পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী চূড়ান্ত করার কথা জানানো হয়েছে।

প্যানেলের নেতারা জানিয়েছেন, শিক্ষার্থীদের অধিকার, স্বচ্ছ নির্বাচন এবং ক্যাম্পাসে “গণতান্ত্রিক পরিবেশ পুনর্বহালের” লক্ষ্যে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা দাবি করছেন, শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা, হলে সিট সংকট, পরিবহন ও নিরাপত্তা—এসব ইস্যুকে সামনে রেখেই তাদের ইশতেহার প্রস্তুত করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো প্যানেল যাচাই বা অনুমোদন বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যেও আলোচনা চলছে।

আগামী জকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *