
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে এবং সব প্রক্রিয়া শেষে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের অংশ হিসেবেই এই নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন গঠনের পর ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনের নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করা হবে। এরপর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি ও প্রার্থিতা চূড়ান্তের ধাপ শেষ হলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের মতে, এ ধাপে ধাপে প্রক্রিয়া স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। তারা আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সংবিধি ও বিধি অনুযায়ী প্রতিটি ধাপ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীরা মনে করছেন, এই নির্বাচন ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের দাবি-দাওয়ার প্রতিফলন ঘটাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জকসু নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলবে। সবশেষে, ২৭ নভেম্বর ভোটগ্রহণ শেষে সেদিনই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।