গোপালগঞ্জের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ, ১৬ জুলাই — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে আজ রাত ৮টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতির কারণে আগামীকাল (১৭ জুলাই) গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।









বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা স্থগিত করা হলো। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও তথ্য পৌঁছানোর জন্য ব্যাপক প্রচার করার অনুরোধ করা হয়েছে।









এর আগে, গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন, যার মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। উত্তেজিত পরিস্থিতির কারণে জেলা শহরে কারফিউ জারি করা হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *