কারা হেফাজতে নিহত নেতার মেয়ে পেলো জিপিএ-৫, তারেক রহমানের শুভেচ্ছা

বিএনপির ৫৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের কন্যা ইকরা এনজেল রাইসা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কারা হেফাজতে পিতার মৃত্যুর মতো গভীর শোকের মাঝেও নিজের অধ্যবসায় ও সাহসিকতায় রাইসা এই অসাধারণ ফলাফল অর্জন করেন। তার এই সফলতা জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অভিনন্দন বার্তা প্রেরণের নির্দেশ দেন।


বৃহস্পতিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, রাইসার এই সাফল্যে তাৎক্ষণিকভাবে উচ্ছ্বসিত হন তারেক রহমান এবং দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে নির্দেশ দেন। এরপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেন। দলীয় সিদ্ধান্তে দ্রুত একটি প্রতিনিধি দল রাইসার বাসায় পাঠানো হয়।


প্রতিনিধি দলটি রাইসার হাতে তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ উপহার এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়। একইসঙ্গে তারা রাইসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জানান, দলের পক্ষ থেকে তার পাশে থাকার প্রতিশ্রুতি রইল। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি মানবিক ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। রাইসার এই কৃতিত্ব প্রমাণ করে, প্রতিকূলতা পেরিয়েও কেউ নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *