এবারের এসএসসি পরীক্ষায় নকল করে বহিষ্কার ৭২১ শিক্ষার্থী

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে দেশজুড়ে মোট ৭২১ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এটি গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত পরীক্ষার ফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ২০২০ সালে যেখানে এই সংখ্যা ছিল ১ হাজার ১৫৫, চলতি বছর তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বেড়েছে, যা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হয়েছে।

ঢাকা বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২০২০ সালের ১৪৩ থেকে কমে দাঁড়িয়েছে ৪১ জনে। একই প্রবণতা কুমিল্লা, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডেও দেখা গেছে। কুমিল্লায় ৪৮ জন, বরিশালে ২৮ জন এবং দিনাজপুরে ৫৯ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়। তবে ময়মনসিংহে গত বছরের তুলনায় কমলেও সংখ্যাটি এখনো তুলনামূলকভাবে বেশি—৬৪ জন। রাজশাহী বোর্ডে বহিষ্কৃত মাত্র ৭ জন, যশোরে ১৫ জন, সিলেটে ২ জন এবং চট্টগ্রামে সর্বনিম্ন ১ জন শিক্ষার্থী বহিষ্কারের খবর পাওয়া গেছে। এই তথ্য থেকে বোঝা যায়, কিছু বোর্ডে পরীক্ষায় অসদুপায় হ্রাস পেলেও কিছু অঞ্চলে এখনো কার্যকর মনিটরিংয়ের প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৩২৫ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে, যদিও ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩৬১। এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃতের সংখ্যা ২০২৪ সালের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। ২০২০ সালে এই বোর্ডে বহিষ্কৃতের সংখ্যা ছিল ২২৯। সার্বিকভাবে পরিসংখ্যান বলছে, দেশের শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরছে, এবং পরীক্ষার মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে পরীক্ষায় অসদুপায় একেবারেই নির্মূল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *