
ঢাকা, ২৭ মে:
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল বিভাগে খালাস দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কলা ভবন ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দেন।
শাহবাগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বামজোটের নেতারা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন একাত্তরের মানবতাবিরোধীদের রক্ষার মিশনে নেমেছে। ক্ষমতার প্রভাবে অপরাধীদের মুক্তি দেওয়া হচ্ছে, যা ন্যায়বিচার ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে।”
তারা অভিযোগ করেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে এমন সিদ্ধান্ত নেয়া আত্মঘাতী। এতে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই খালাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।