
দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক ও সমমানের তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা একযোগে স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড সীমিত পরিসরে একটি জেলার জন্য পরীক্ষা স্থগিত করলেও, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে সারা দেশের সব কেন্দ্রে একযোগে পরীক্ষা বন্ধ রাখতে হয়েছে। মূলত, এই দুটি বোর্ডে একই সময়ে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার বাধ্যবাধকতা থাকায় আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এতে করে সারা দেশে লাখো পরীক্ষার্থীকে নতুন তারিখ ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, “ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কেবল মানবিক বিবেচনায় ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।” মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমাদের বোর্ডের পরীক্ষা সারা দেশে একই প্রশ্নে হয়, তাই একক কোনো এলাকা বাদ দিয়ে পরীক্ষা নেওয়া যায় না।” একই কথা জানান কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর, যিনি বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রতিকূল পরিস্থিতির কারণে পুরো দেশের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
তিন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলোই স্থগিত করা হয়েছে এবং পরবর্তী দিনগুলোর পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের ঘোষণার দিকে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যাদের পরীক্ষা চলছে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।