
ইরানের ওপর ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে আয়োজকরা বলেন, “ইসরায়েলি আগ্রাসন বিশ্ব শান্তির জন্য হুমকি। মুসলিম জাতিকে এ হামলার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।” তারা আরও বলেন, মুসলমানদের ওপর চলমান হামলার বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে নীরবতা ভেঙে সোচ্চার হতে হবে। পাশাপাশি, ইরানের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশে শিক্ষার্থীরা ফিলিস্তিন ও ইরানের পতাকা প্রদর্শন করেন এবং ‘ইসরায়েল নিপাত যাক’, ‘মুসলিম উম্মাহ জাগো’ ইত্যাদি স্লোগান দেন।
পাল্টাপাল্টি হামলায় হতাহত
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সূত্র জানায়, ইরানের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩২০ জনের বেশি আহত হয়েছেন।