
ঢাকা, ২৬ জুন — গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নামে রাখা হয়েছিল। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ইতোমধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান ও অবকাঠামোর নাম পরিবর্তন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজও চলছে।
অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।