৩ হাজারের বেশি কবর খোঁড়া গোরখোদক মনু মিয়ার মৃত্যু, খায়রুল বাশারকে যা বলে গেছেন মনু মিয়া

কিশোরগঞ্জ, ২৮ জুন — কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা প্রবীণ গোরখোদক মনু মিয়া (প্রায় ৭০) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জীবনের অধিকাংশ সময় মানুষের কবর খুঁড়ে পার করেছেন এই নিভৃতচারী মানুষটি। বিভিন্ন গণনা অনুযায়ী, তিনি প্রায় ৩ হাজারেরও বেশি কবর খুঁড়েছেন—এমন একটি ব্যতিক্রমী কর্মযজ্ঞে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি।

মনু মিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনদিন আগে তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। বলছিলেন, আগের চেয়ে সুস্থ অনুভব করছেন। হয়তো আল্লাহ তার এই ইচ্ছাকেই কবুল করেছেন।”

তিনি আরও লেখেন, “উনি চাইতেন সুস্থ শরীরেই যেন আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন, নিজ গ্রামে যেন শেষ বিদায় হয়। আল্লাহ নিশ্চয়ই তার মহৎ কর্মের প্রতিদান জান্নাত দিয়ে দেবেন।”

মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, তিনি ছিলেন একজন নিরহংকার ও পরোপকারী মানুষ। তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *