
১১ বছরের সম্পর্কের পর গত মাসে বিয়ে করেছেন ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরের রিশভ রাজপুত ও সোনালি চৌকস। নিজেদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে-ও করেছেন শেয়ার। তবে, ঠিক এরপরই আনন্দ পরিণত হয় তুক্ততায়। তাদের ছবি ভাইরাল হওয়ায় ব্যাপক ট্রলিংয়ের শিকার হয়েছেন এই নব দম্পতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কলেজে পড়াশোনার সময় পরিচয় হয় রিশভ-সোনালি’র। সময়টা ছিলো ২০১৪ সাল। দীর্ঘদিন একসাথে থাকা অবস্থায় কখনও কেউ তাদের গায়ের রঙ নিয়ে মন্তব্য করেনি বলে জানান রিশভ রাজপুত। বলেন, ‘এত বছর ধরে আমরা একসঙ্গে আছি, কখনও কেউ আমাদের ‘ম্যাচ হয়নি’ বলে মন্তব্য করেনি। আমাদের জন্য এটি কেবল আনন্দের মুহূর্ত হওয়া উচিত ছিল, কিন্তু মানুষের প্রতিক্রিয়া দেখে সত্যিই হতবাক হয়ে গেলাম।’