
বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম গুঞ্জন ঘিরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে বি-টাউন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক ও সতর্কতামূলক পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন দিশার কথিত প্রেমিকের প্রাক্তন প্রেমিকা। বিষয়টি নিয়ে নেটমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি দিশা পাটানির সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের একটি পোস্ট ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও ওই পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি, তবে ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সোনি কৌর লেখেন, বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের মধ্যেই সীমাবদ্ধ নয়; কিছু মানুষ অভিশাপ ও দুর্ভাগ্য বয়ে আনে। তাই কার সঙ্গে রাত কাটাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। তার এই মন্তব্যকে ঘিরে অনেকে ধারণা করছেন, পোস্টটি সরাসরি তালবিন্দর সিং সিধুকেই ইঙ্গিত করে লেখা।
এদিকে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, দিশার নতুন এই ‘ঘনিষ্ঠ বন্ধু’ কি কোনো গুরুতর রোগে আক্রান্ত—নাকি এটি নিছকই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এ নিয়ে চলমান বিতর্কের মাঝেও দিশা পাটানি কিংবা তালবিন্দর সিং সিধু—কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পরই দিশা পাটানির নাম জড়ায় তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকেই এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত বলে জানা যায়। ওই অনুষ্ঠানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ মুহূর্ত উপস্থিতদের নজর কাড়ে। আর সেই গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার পোস্ট নতুন করে প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।