আলিয়ার অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেদিকার বিরুদ্ধে প্রায় ৭৬.৯ লাখ রুপি আত্মসাতের অভিযোগ রয়েছে, যা মূলত অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ থেকে কৌশলে নেওয়া হয়েছে। এই ঘটনার সূত্রপাত হয় অভিনেত্রীর মা সোনি রাজদানের করা একটি অভিযোগের পর। গত ২৩ জানুয়ারি তিনি মুম্বাইয়ের জুহু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং শেষ পর্যন্ত বেদিকাকে গ্রেফতার করে।


পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই আর্থিক জালিয়াতির ঘটনা ঘটে। অভিনেত্রী আলিয়ার নাম ব্যবহার করে বিভিন্ন লেনদেন, চুক্তিপত্র ও ডিজিটাল মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বেদিকা আলিয়ার প্রযোজনা সংস্থায় প্রতিষ্ঠাকাল থেকেই যুক্ত ছিলেন এবং সেই সুবাদে অভিনেত্রীর আর্থিক দায়-দায়িত্ব ও ব্যাংকিং সংক্রান্ত কাজকর্মও তত্ত্বাবধান করতেন তিনি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাকে গ্রেফতার করা হয়।


বলিউডে এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে পাশে থাকা একজন ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে এমন প্রতারণা প্রত্যাশিত ছিল না বলে মন্তব্য করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা। মুম্বাই পুলিশ জানিয়েছে, বেদিকার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যেই তদন্তে একাধিক ব্যাংক ট্রানজ্যাকশন এবং ফাইনান্সিয়াল ডকুমেন্ট জব্দ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *