আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: অভিনেত্রী মাহি

অভিনেত্রী সামিরা খান মাহির নতুন নাটক ‘বকুল ফুল’ সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। একইসঙ্গে তিনি কাজ করছেন নতুন একটি ধারাবাহিকে। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন তিনি। ফেসবুকে প্রকাশিত কিছু ছবিতে অনেকেই তাঁকে পর্নোতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মাহি। তাঁর ভাষায়, “চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগতে হবে, এমন তো নয়। আমি জানি না, এই সিগনেচারটা কে বানিয়েছে। এ ধরনের সমালোচনা আসলে অসভ্যতা ছাড়া আর কিছু নয়।”

মাহি অভিযোগ করে বলেন, দেশে অনেক পুরুষ যৌনভাবে হতাশাগ্রস্ত বলেই এই ধরনের কটাক্ষ করে। তিনি বলেন, “একজন শিল্পী অনেক রকম ছবি আপলোড করতে পারেন। সেটা দেখে নানারকম মন্তব্য আসতে পারে। কিন্তু এভাবে বিকৃতভাবে ব্যাখ্যা করা একেবারেই অগ্রহণযোগ্য। এর আগে আমার বর্ণ আর পোশাক নিয়ে অকারণ সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং গ্লাস নিয়েও একই ঘটনা ঘটছে।”

মিয়া খলিফার প্রসঙ্গ টেনে মাহি আরও বলেন, “সে অন্য রকম মানুষ, তার জীবন আলাদা—সে কী করবে, তা তার ব্যক্তিগত ব্যাপার। তাকে নিয়ে আমাদের মাথাব্যথার কোনো কারণ নেই। আমাকে তার সঙ্গে তুলনা করা হলে সমস্যা নেই, কিন্তু যখন সেটাকে নেগেটিভভাবে ব্যবহার করা হয়, তখনই আমার আপত্তি।” অভিনেত্রীর দাবি, একজন শিল্পীর কাজের মূল্যায়ন তার অভিনয় দিয়েই হওয়া উচিত, ব্যক্তিগত ছবি বা পোশাক দিয়ে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *