
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) তিনি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে হাজিরা দেন এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্ট থেকে আগেই ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও জামিনের মেয়াদ প্রায় শেষ হওয়ায় এদিন সশরীরে আদালতে হাজির হন তিনি।
মামলার বিষয়ে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগে চিত্রনায়িকা অপু বিশ্বাস ছাড়াও আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস তার আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন। পরবর্তীতে আদালতের নির্ধারিত তারিখে তিনি সশরীরে হাজির হয়ে জামিন গ্রহণ করেন। এ ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, তারকাদের এভাবে মামলায় জড়ানো ভাবনার বিষয়, আবার কেউ কেউ আইনের প্রয়োগে সকলের সমান অধিকারকেই স্বাগত জানিয়েছেন।