
৫ আগস্টের সেই রক্তাক্ত দিনটির স্মৃতি এখনও চোখে ভাসে—বললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চানখারপুলের সেই নারকীয় ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হন তিনি। সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ায় শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “সেদিন আমরা ওখানেই ছিলাম। আনাচ-জুনায়েদরা এখানেই শহীদ হন। ৫ আগস্ট সফল না হলে হয়তো আজ আমরা একটি ভিন্ন বাংলাদেশ দেখতে পেতাম। আমাদের আরও অনেকের শহীদ হতে হতো। তবে আনাচ-জুনায়েদরা ব্যর্থ হতে দেননি। তাদের আত্মদানে বাংলাদেশ ফিরে পায় পথ।”
আসিফ মাহমুদ আরও বলেন, “জুলাই শহীদরা যেমন একটি কাঠামোগত ন্যায়ভিত্তিক বাংলাদেশ চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা একটি বিকল্প বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছিলেন—যেখানে বিচার থাকবে, ন্যায় থাকবে, মানুষ সমানভাবে কথা বলবে।” তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এমনভাবে জীবন দিতে না হয়, সেই লক্ষ্যে আমাদেরই পরিবর্তন আনতে হবে। বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই সেই কাঠামোগত সংস্কার শুরু হতে হবে।”
তিনি আরও বলেন, “এই লড়াইয়ে আনাচ, জুনায়েদ, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের কথা আমাদের সারাক্ষণ স্মরণে রাখতে হবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই যেন নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, সেটাই হোক এই দিনের প্রতিজ্ঞা।” অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ, যেখানে অংশগ্রহণকারী সবাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।