
নিউজ রিপোর্ট:
চলতি মে মাসের ২৮ তারিখের মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে। এই সময়সীমার মধ্যে ব্যর্থ হলে মালিকদের জেল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
🗣️ শ্রম উপদেষ্টা বলেন:
“বকেয়া মজুরি নিয়ে ছাড় দেয়া হবে না। ২৮ তারিখের মধ্যে সব শ্রমিক যেন তাদের পাওনা পান, তা নিশ্চিত করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে— এমনকি জেলেও যেতে হতে পারে।”
🔴 টিএনজেড গ্রুপের মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট:
তিনি আরও জানান, গাজীপুরের টিএনজেড গ্রুপের পলাতক মালিকের বিরুদ্ধে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির শ্রমিকরা গতকাল (২০ মে) কাকরাইল মোড়ে বকেয়া বেতন ও পাওনার দাবিতে বিক্ষোভ করেন।
📍 গৃহীত ব্যবস্থা:
টিএনজেড গ্রুপের মালিকের ওয়াশিং প্ল্যান্ট এবং মহাখালী ডিওএইচএস-এর বাড়ি বিক্রি করে পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া আরও ৫টি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে আরও কয়েকজন মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।