
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি না জানালে আগামীকাল আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শাহবাগের জমায়েত থেকে এমন ঘোষণা দেন তিনি। বলেন, দাবি না মানা হলে আগামীকাল বিকেল সোয়া পাঁচটায় আবার শাহবাগ অবরোধ হবে।
এর আগে, কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয়। তার বড় ভাই জানাজার নামাজ পড়ান। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।