
২০০৪ সালের ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি বুধবার (২০ আগস্ট) চতুর্থ দিনে গড়িয়েছে। সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিস্তারিত যুক্তি উপস্থাপন করছেন।
এর আগে গত ১ ডিসেম্বর হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে বিষয়টি আপিল বিভাগে আসে। রাষ্ট্রপক্ষ বলছে, এত বড় একটি হামলার ঘটনায় ২৪ জন নিহত হলেও প্রকৃত পরিকল্পনাকারী ও সংশ্লিষ্টদের খালাস দেওয়া আইন ও ন্যায়ের পরিপন্থী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সেদিনের হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং শতাধিক আহত হন, যাদের অনেকে আজও শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছেন। মামলার দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতদের পরিবার, আর এই শুনানির ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো জাতি।