
সাভারের জিরাবতে শুরু হয়েছে ‘১৫তম সোশ্যাল বিজনেস ডে ২০২৫’। ইউনুস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৭ জুন) সকালে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই আয়োজনে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’।
আয়োজকরা জানান, বৈশ্বিক স্বাস্থ্যখাতসহ নানা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়নিষ্ঠ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এই সম্মেলনে প্রায় ২৫টি দেশের ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অতিথি অংশ নিচ্ছেন। উপস্থিত আছেন দেশি-বিদেশি খ্যাতনামা শতাধিক বক্তা, যারা সামাজিক ব্যবসা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও চিন্তা-ভাবনা তুলে ধরবেন।
প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সহকারী প্রফেসর মো. সাইদুর রহমান, মেডট্রনিকের সাবেক সিইও ও চেয়ারম্যান ওমর ইশরাক, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাজেল্ডিন এবং জাতিসংঘ পরিবেশ সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক মন্ত্রী এরিক সোলহেইম।
সম্মেলনে সামাজিক ব্যবসার ভূমিকা, উদ্ভাবনী উদ্যোগ এবং স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই সম্মেলনের মাধ্যমে সামাজিক ব্যবসাকে আরও বিস্তৃতভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করা যাবে।
2/2