১৩৭২ কিলোমিটার হেঁটে এভারেস্ট জয়ের পর পতাকা-প্রত্যর্পণ, শাকিলের কীর্তিতে গর্বিত দেশ

বাংলাদেশ থেকে ১,৩৭২ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের পর অনুষ্ঠিত হলো পতাকা-প্রত্যর্পণ অনুষ্ঠান। শুক্রবার (২০ জুন) সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজনে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় দেশের বিশিষ্টজনদের হাতে।

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে শুরু হয়ে হিমালয়ের চূড়ায় পৌঁছানো এই অভূতপূর্ব অভিযানের নায়ক ইকরামুল হাসান শাকিল ২৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ১৯ মে জয় করেন এভারেস্টের শিখর। সংবাদ সম্মেলনে শাকিল নিজের এই দুঃসাহসিক অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন।

শাকিল বলেন, “শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেই আমি এই যাত্রায় নেমেছিলাম। কক্সবাজার থেকে শুরু করে হিমালয়ের পাদদেশ পর্যন্ত হেঁটে যাওয়ার সিদ্ধান্তটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু প্রতিটি ধাপই ছিল অনুপ্রেরণার।”

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “এই ধরনের দুঃসাহসিক অভিযান আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পাহাড় ও অভিযানের প্রতি আগ্রহ বাড়লে বাংলাদেশও বিশ্ব মানচিত্রে নতুন পরিচয়ে উজ্জ্বল হবে।”

এ সময় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ থেকে হিমালয় অভিযানে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে, এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। নেপাল সরকার সবসময়ই এমন উদ্যোগকে স্বাগত জানায়।”

এভারেস্টজয়ী ইকরামুল শাকিলের এই ঐতিহাসিক অভিযানের মাধ্যমে দেশের তরুণ সমাজে নতুন করে দুঃসাহস ও অভিযাত্রার স্পৃহা তৈরি হবে বলে মত দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *