
জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন থাকছে। তাদের জন্য ৫০টি রেখে ২৫০ আসনে সমঝোতায় এসেছে বাকি ১০ দল। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠক দুপুর তিনটার পর শেষ হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতেই মূলত দলগুলোর নেতারা বৈঠকে বসেন। কিন্তু ইসলামী আন্দোলনের কেউ সেখানে না থাকায় শেষ পর্যন্ত দলটির জোটে থাকা নিয়ে প্রশ্ন ওঠে আরও বেশি।