হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওসমান হাদির হত্যাকারী কোথায় সেটা জানলে ধরে ফেলতেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, সে দেশে আছে নাকি বাইরে গেছে, এই তথ্য নেই। 

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। মূল হোতা ফয়সালকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে। 

বলেন, ফয়সালের বাবা,মা, বউ, শ্যালক ও মোটরসাইকেল চালককে গ্রেফতার করা হয়েছে। এর সাথে জড়িত দালাল চক্রকে সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ টুতে এখন পর্যন্ত ৬৯৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ডেভিল হান্ট ফেজ টু’র মাধ্যমে সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীদের আরও বেশি গ্রেফতার করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *