
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তার মাথায় এখনও গুলির একটা অংশ রয়ে গেছে। যেটি বের করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। হাদির চিকিৎসা সংশ্লিষ্টদের বরাতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, শুরুতে ঢাকা মেডিকেলে নেয়ার পর হাদির যে অস্ত্রোপচার করা হয়, সে সিদ্ধান্ত ছিল যথোপযুক্ত। সঠিকভাবে তা সম্পন্নও করা হয়। কিন্তু গুলির থেকে যাওয়া অংশটি বের করার আগেই তার শারীরির অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকরা আর সেদিকে এগোননি।