
স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে, আর সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে বিএনপি সক্ষম হবে— এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে এবং জানে, বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই আস্থা ধরে রাখা দলের নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।
তারেক রহমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সামনে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তবে দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় দলটি তা সফলভাবে সম্পন্ন করতে পারবে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, জনগণের বিশ্বাস অটুট রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। তার বক্তব্যে উঠে আসে, বিএনপির লক্ষ্য জনগণের কল্যাণ এবং দেশের পুনর্গঠন।
দীর্ঘ দেড় দশক পর আয়োজিত নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। শহরের বিভিন্ন রাস্তা, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে সেজে ওঠে পুরো এলাকা। সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে প্রমাণ মেলে— আসন্ন নির্বাচনে বিএনপিকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা অনেক বেশি।