স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন দলিল, প্রামাণ্য বক্তব্য ও স্বাধীনতার যুদ্ধকালীন বিবরণে এ তথ্য স্পষ্টভাবে উঠে এসেছে।

প্রধান উপদেষ্টা জানান, স্বাধীনতার সূচনালগ্নে রাজনৈতিক নেতৃত্ব ও সশস্ত্র সংগ্রামের সমন্বয়ে দেশ মুক্তিযুদ্ধে এগিয়ে যায়। এ সময় চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের পাঠ করা ঘোষণা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ইতিহাসের বিতর্ক দূর করে সঠিক তথ্য তুলে ধরাই সরকারের লক্ষ্য। স্বাধীনতার ইতিহাস জাতীয় ঐক্যের ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *