স্পেসএক্সের শীর্ষ কর্মকর্তার সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ ও প্রযুক্তি সংস্থা স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দেশের দুর্দান্ত প্রযুক্তি সম্ভাবনা ও সেবার ডিজিটালায়ন নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস জানান, বর্ষায় সবুজে ঘেরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, বন্যা ও জলাবদ্ধতার কারণে পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযোগ বজায় রাখার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। সরকার ইতোমধ্যে ১০০টি দূরবর্তী স্কুলে অনলাইন শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।

স্পেসএক্সের পক্ষ থেকে লরেন ড্রেয়ার বাংলাদেশের এই প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রাকে “অভূতপূর্ব” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বিশ্বের ১৫০টি দেশে কাজ করেছি, কিন্তু এত দ্রুত এবং দক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কোথাও দেখিনি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।” প্রধান উপদেষ্টা ইউনূস জানান, সরকার এমন এক প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যাতে দূরবর্তী অঞ্চলের মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। গর্ভবতী নারীসহ প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা ঘরে বসেই চিকিৎসা পেতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য। তিনি বলেন, “ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে রোগীর চিকিৎসা ইতিহাস সংরক্ষণ করা সম্ভব, যা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

লরেন ড্রেয়ার আরও বলেন, “জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনার (ড. ইউনূসের) উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত কার্যকর। সেবা বিকেন্দ্রীকরণ এবং ডিজিটাল শাসনব্যবস্থার মাধ্যমে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।” বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি সহকারী ফাইজ আহমাদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এই বৈঠক প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশের এক নতুন অধ্যায় রচনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *